শিরোনাম

সান্তাহারে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নাসিম মাহমুদ জয় (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে রেলক্রসিং রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাসিম মাহমুদ জয় আদমদীঘি উপজেলার চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।

সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। সেই মুহূর্তে মোটরসাইকেল আরোহী নাসিম মাহমুদ জয় রেলক্রসিং দিয়ে দ্রুত পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তাঁর মাথা ও দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button