বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক ব্যবসায়ীর মৃত্যু


ক্রাইম জোন ২৪।। বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে মাসুদুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদুর রহমান নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পরিবারের দাবি, বুধবার প্রেমিকা শান্তা কৌশলে মাসুদুর রহমানকে ডেকে বাসায় নিয়ে ছুরি দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় রাতেই মাসুদকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাসুদের ভাই মাহফুজুর রহমান জানান, মাসুদুর রহমান বেকারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি কলেজ রোড এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, শান্তা দীর্ঘদিন ধরে মাসুদকে ঠকিয়ে আসছিলেন, কিন্তু মাসুদ তা বুঝতে পারেননি।
মাহফুজ জানান, “বুধবার মাসুদ দুই লাখ টাকা নিয়ে বেকারির মালামাল আনতে বের হলে শান্তা ফোন করে তাকে নিজের বাসায় ডাকেন। সেখানে গেলে শান্তা ও তার ভাই লোকমান হোসেন টাকার জন্য চাপ দেন। মাসুদ রাজি না হলে শান্তা তার পেটে ছুরি মারেন।”
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, “হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন মাসুদ বলেন, তিনি জুতার রেক থেকে পড়ে গেছেন এবং অভিযোগ করবেন না। এজন্য তখন আটক করা ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।”
তিনি আরও জানান, “মাসুদুর রহমান ও শান্তার মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এজন্য তিনি ঘটনা চেপে রাখতে চেয়েছিলেন। কিন্তু এখন যেহেতু তিনি মারা গেছেন, তাই পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”