শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

ছারছীনা শরীফের আলেম মির্জা নূরুর রহমান বেগকে নিয়ে অপপ্রচারে হিযবুল্লাহর প্রতিবাদ

ছারছীনা শরীফের আলেম মির্জা নূরুর রহমান বেগকে নিয়ে অপপ্রচারে হিযবুল্লাহর প্রতিবাদ

সৈয়দ তাজুল ইসলাম নয়ন ।। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা শরীফ কেন্দ্রিক ইসলামিক সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্জ হযরত মাওলানা মির্জা মো. নূরুর রহমান বেগ ছাহেবের বিরুদ্ধে প্রকাশিত কিছু সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের মহাসচিব (নাযেমে আ’লা) ড. সৈয়দ মুহা. শরাফত আলী এক লিখিত বিবৃতিতে দাবি করেন, সম্প্রতি একটি কুচক্রি মহল উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে মাওলানা নূরুর রহমান বেগ ছাহেবকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। এতে করে তার দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, মরহুম পীর ছাহেব কেবলা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) ২০০৪ সালে বরিশালের রুপাতলীতে ‘হযরত মাওলানা মির্জা মো. এনায়েতুর রহমান বেগ দীনিয়া কমপ্লেক্স’ উদ্বোধন করেন। আমেরিকা প্রবাসী আলেম মাওলানা মির্জা মো. আবু জাফর বেগ ছাহেব দীনিয়া মাদরাসার জন্য ৪৫ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন এবং পরবর্তীতে আরও ১৫.৭৫ শতাংশ জমি কেনা হয়।

২০০৮ সালে প্রতিষ্ঠানটি ‘বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ড’-এর অধিভুক্ত হয় এবং নিয়মিতভাবে ধর্মীয় শিক্ষাদান ও ইবাদতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই মাদরাসাটি ছারছীনা দরবার শরীফের প্রায় ২৫০০ শাখার একটি।

সংগঠনটির ভাষ্য মতে, ৪ এপ্রিল শুক্রবার জুমার নামাজের আগে কিছু সন্ত্রাসী ইমামকে আহত করে কমপ্লেক্সে হামলা চালায়। তারা সিসি ক্যামেরা ভাঙচুর, সাইনবোর্ড ও তালা অপসারণসহ শিক্ষক ও কর্মচারীদের জোরপূর্বক বের করে দেয় এবং বর্তমানে তারা জবরদখল করে প্রতিষ্ঠানটিতে অবস্থান করছে।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ দাবি করেছে, এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা। সংগঠনের মহাসচিব প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন তারা অবিলম্বে দখলকারীদের উচ্ছেদ করে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনে এবং ধর্মীয় শিক্ষা কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চলতে পারে।

সুশীল সমাজ ও জনসাধারণকে বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য অনুধাবন করে সংযম ও শান্তিপূর্ণ সহানুভূতির সাথে পরিস্থিতি মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button