পলাশপুরের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় পরিকল্পনাহীনভাবে একটি ভবন নির্মাণ করে এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে উঠেছেন কালাম প্যাদা নামের এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, তিনি জমি কিনে সেখানে ভবন নির্মাণ করলেও তা অপরিচালিত ও পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন দীর্ঘদিন।
স্থানীয়রা জানান, এই পরিত্যক্ত ভবনটিই এখন মাদকসেবী ও কারবারিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সন্ধ্যা নামতেই সেখানে মাদকের আসর বসে। চলছে বেচাকেনা, সেবন ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ। আর এসবের পেছনে রয়েছে কালাম প্যাদার প্রত্যক্ষ মদদ বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা নিরাপদে চলাফেরা করতে পারি না। এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এই ভবনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, অচিরেই অভিযান চালিয়ে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]