শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশাল প্রেসক্লাবে ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠানে আবেগাপ্লুত সাংবাদিক ও স্বজনরা

বরিশাল প্রেসক্লাবে ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠানে আবেগাপ্লুত সাংবাদিক ও স্বজনরা

ক্রাইম জোন ২৪।। বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে ‘স্বজন স্মরণ’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই আয়োজন করা হয়, যেখানে প্রয়াত সাংবাদিকদের স্বজন ও সহকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রয়াত সদস্যদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক ও তাঁদের স্বজনরা।

বিকেল ৪টায় ক্লাবের তৃতীয় তলার হলরুমে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠান শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন ‘স্বজন স্মরণ’ উদ্যাপন উপ-পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবির।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়দুল হক চাঁন। প্রয়াতদের স্বজনদের মধ্যে বক্তব্য দেন নজরুল ইসলাম। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়ায্যম হোসাইন হেলালও এতে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সদস্য নূরুল আলম ফরিদ, নাসিমুল আলম, কাজী মকবুল হোসেন, সাবেক সভাপতি কাজী আল মামুন, ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, স্মরণিকা প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেবাশীষ চক্রবর্তী, সদস্য সচিব এম মোফাজ্জেল এবং ক্লাব সদস্য শাহে আলম।

বক্তারা প্রয়াত সদস্যদের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বলেন, “আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের স্বজনদের শান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। তবে আমরা বলতে পারি, বরিশাল প্রেসক্লাব অতীতেও প্রয়াত সদস্যদের স্বজনদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানের শেষে প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বরাবরের মতো এবারও তাঁদের স্মরণে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button