চট্টগ্রামে বাস উল্টে আহত ১০


চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) শ্রমিকবাহী একটি বাস উল্টে গিয়ে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ কেইপিজেডের বিভিন্ন কারখানা ছুটি হলে চট্টগ্রাম শহরগামী একটি বাসে ওঠেন শ্রমিকেরা। বাসটি দৌলতপুর গেটের কাছাকাছি গেলে হঠাৎ উল্টে যায়। এতে হুড়োহুড়িতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কেইপিজেডের নিজস্ব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে কারও হাত, পা ও মাথায় আঘাত পেয়েছেন। তবে তাৎক্ষণিক আহতের নাম জানা যায়নি।
জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, ‘চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় একটি শ্রমিকবাহী বাস উল্টে গেলে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে আমাদের নিজস্ব হাসপাতালে।’