বরিশালে কিশোরীকে অপহরণ ও পাচার


ক্রাইম জোন ২৪।। বরিশালে কিশোরী গৃহকর্মীকে অপহরণ ও পাচারের মামলায় পুলিশের এক সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কনস্টেবল মো. আনোয়ার হোসেন খান। শুনানি শেষে বিচারক মো. সোহেল আহমেদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।
জেলে যাওয়া আনোয়ার হোসেন খান বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য পাংশা এলাকার বাসিন্দা এবং রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত ছিলেন।
বেঞ্চ সহকারী তুহিন মোল্লার বরাতে জানা গেছে, আনোয়ারের প্রতিবেশী আলমগীর হোসেন খান ২০২১ সালের ৩ জানুয়ারি তার স্কুলপড়ুয়া মেয়ে মারুফা আক্তারকে গৃহকর্মী হিসেবে আনোয়ারের বাসায় কাজে পাঠান। কিন্তু ২০২৩ সালের ৬ জানুয়ারি মেয়ের খোঁজ নিতে গিয়ে তাকে সেখানে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা ছালমা বেগম। তখন আনোয়ার ভয়ভীতি দেখিয়ে তাকে জানান, “সময়মতো মেয়েকে পেয়ে যাবেন।”
মেয়েকে না পেয়ে ২০২৩ সালের ১৬ জানুয়ারি আনোয়ার, তার স্ত্রী, সন্তান ও ভাইকে আসামি করে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ছালমা বেগম। আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্তে নামে। তদন্ত শেষে সিআইডির এসআই হাসান আবিদুর রেজা আনোয়ার ও তার স্ত্রী জেসমিন বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালত আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ক্রাইম জোন ২৪