পিরোজপুরে আ. লীগ সভাপতির বাড়িতে আগুন
বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলা


পিরোজপুরে আওয়ামী লীগের জেলা সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার ভাই, সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টা থেকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ শুরু হয় এবং রাত ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভাষণের প্রতিবাদে ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বাড়িতে হামলা ও আগুন ধরায়। রাত ১টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় হাবিবুর রহমান মালেকের ফিলিং স্টেশনেও হামলা চালানো হয়।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে এই হামলাগুলো চালায়।