চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ
ট্রাকচালক সোহেল রানার আমৃত্যু কারাদণ্ড


সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ আদালত চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামের এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আজ (৩০ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান ক্রাইম জোন ২৪-কে জানান, অপর আসামি, ট্রাকের হেলপার ওয়াহাব শেখ জেলহাজতে মারা গেছেন।
মামলার এজহারে উল্লেখ রয়েছে যে, ২০২১ সালের ২২ জুন, করোনা ভাইরাসের লকডাউনের সময়, সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ প্রতিবন্ধী তরুণীসহ দুই পুরুষ যাত্রী নিয়ে চন্দ্রা থেকে বগুড়া যাচ্ছিলেন। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর পার হলে হেলপার জানায়, ট্রাকটি নষ্ট হয়েছে এবং মেরামতের জন্য কিছু সময় লাগবে। এরপর পুরুষ যাত্রীরা ট্রাক থেকে নেমে যায়, কিন্তু তরুণী ট্রাকে থেকে যায়। এই সময় ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব তাকে ধর্ষণ করে।
তরুণী চিৎকার করলে স্থানীয় এক যুবক পুলিশকে জানায়, এবং পুলিশ ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করেন।
এই মামলার রায় ক্রাইম জোন ২৪-এ জানানো হয়েছে এবং সকলের কাছে এটি একটি উদাহরণ হয়ে থাকবে।