গুলশান-বাড্ডায় ছিনতাইয়ে তিনজন আহত
প্রায় কোটি টাকা-ডলার-ইউরো লুট


রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায় পৃথক দুই ছিনতাইয়ের ঘটনায় তিনজন আহত হয়েছেন। ছিনতাইকারীরা ডলার, ইউরোসহ প্রায় কোটি টাকা নিয়ে গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এই ঘটনাগুলো ঘটে।
গুলশানের ঘটনায় আহত হয়েছেন কাদের শিকদার (৩৫) ও আমির হামজা (২৫)। তাদের ছোট ভাই মিন্টু শিকদার জানান, তারা মানি এক্সচেঞ্জ ব্যবসার কাজ শেষে বাসায় ফেরার পথে গুলশান-২ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা চাপাতি ও রড দিয়ে তাদের আঘাত করে এবং ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো ও ৮০ লাখ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে, মেরুল বাড্ডায় রিকশায় যাত্রা করার সময় মোহাম্মদ টিপু মিয়া (২২) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তারা তার কাছ থেকে ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।