বরিশালের পরিচিত মেকআপ আর্টিস্ট মুরাদ মাহমুদ কুয়াকাটায় হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় তাকে মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং ইচ্ছাকৃতভাবে তাকে অপদস্ত ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়।
পরে “এখন বাংলা টিভি” নামের একটি ফেসবুক পেজ থেকে ঘটনাটি নিয়ে ভুয়া সংবাদ প্রচার করা হয় এবং সেখানে একটি ভয়েস যোগ করা হয়, যেখানে মুরাদ মাহমুদকে গালাগালির অডিও শোনা যায়। তবে মুরাদ মাহমুদ দাবি করেছেন— এগুলো পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
তিনি নিজের প্রোফাইলে সকল মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে প্রমাণ আছে যে তাকে যখন-তখন উসকানিমূলক কথা বলে বাধ্য করা হয়েছে প্রতিক্রিয়া জানাতে। মুরাদ মাহমুদ বলেন, “আমাকে কুয়াকাটায় পরিকল্পিতভাবে মারধর ও ছিনতাই করা হয়েছে। এরপর অনুমোদনহীন ফেসবুক পেজ ‘এখন বাংলা টিভি’ দিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। কয়েকটি গ্রুপ আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আমি মামলা করেছি এবং এর সঠিক বিচার চাই।”
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]