মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্পের নেওয়া পদক্ষেপ এবং চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য শি জিনপিংয়ের উদ্যোগের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। এর ফলে চলতি বছরজুড়ে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাসসহ সব ধরনের জ্বালানির দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্কভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রেডিং ইকনোমিকস জানিয়েছে, জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় ২০২৫ সালের পুরো সময় ধরে দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।
তাদের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুক্রবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল বিক্রি হয়েছে ৭৩.৪০ ডলারে। এক সপ্তাহে এই তেলের দাম ৩.৯৬ শতাংশ বেড়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে এই তেলের দাম ৭৩ ডলার অতিক্রম করবে এবং ডিসেম্বরে পৌঁছাবে ৭৮.৫২ ডলারে।
অন্যদিকে, ব্রেন্ট ক্রুড তেলের বর্তমান দাম ৭৬.১৮ ডলার। পূর্বাভাস অনুযায়ী, বছর শেষে এর দাম দাঁড়াবে ৮১ ডলারে।
একইভাবে, গ্যাসোলিনের বর্তমান দাম প্রতি গ্যালন ২.০৬ ডলার। বছরের শেষে এটি বেড়ে হবে ২.২২ ডলার। প্রাকৃতিক গ্যাসের বর্তমান মূল্য ৩.৬৬ ডলার, যা ডিসেম্বরে বেড়ে ৪.৫৮ ডলারে পৌঁছাবে।
কয়লার দামও ২০২৫ সালে বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রতি টন কয়লার দাম ১২৪.৬০ ডলার হলেও ডিসেম্বর নাগাদ এটি ১৩৪.৬৭ ডলারে উন্নীত হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের আগ্রহ এবং বিশ্ববাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই প্রবণতা ২০২৫ সালের পুরো সময় জুড়ে বজায় থাকবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]