শিরোনাম
পাকিস্তানকে বিধ্বস্ত করে ৩৪ বছরের অপেক্ষা ফুরোল ওয়েস্ট ইন্ডিজেরঅর্থনীতি সুস্থ অবস্থায় ফিরবে জানুয়ারিতেআরও ৭৩ ফিলিস্তিনি নিহত, ত্রাণ নিতে গিয়ে প্রাণহানি ২০০০ ছুঁইছুঁইগবাদিপশু ও পোলট্রির ‘হিট স্ট্রেস’ নিয়ন্ত্রণে নতুন এআই সিস্টেম উদ্ভাবনড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিল মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিনতুন ল্যাপটপ কিনতে বাধ্য করছে মাইক্রোসফট, মামলা করলেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীকৃষিঋণের আওতায় যুক্ত হচ্ছে নতুন ৮ ফসলইউটিউবে ভিউ বাড়াতে কমিউনিটি পোস্ট ব্যবহারের ১০ উপায়রোদে পুড়ে হাতের ত্বক কালো হয়ে যাচ্ছে? রং ফেরাতে যত্ন নিন এভাবেস্লুইসগেটের পানির স্রোতে বিদ্যুৎ তৈরি করে আলো ছড়াচ্ছেন মনিরুল

নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট

নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট

Ajker Patrika

নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮: ১৫

Photo

টেইলর সুইফট। ছবি: ইনস্টাগ্রাম

অনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।

রহস্য সৃষ্টিতে টেইলর সুইফটের জুড়ি নেই। কোনো কিছু প্রকাশ করার আগে এমন সব ইঙ্গিত দিতে থাকেন, তাতে শ্রোতাদের মধ্যে কৌতূহল বাড়ে। এবারও তার ব্যতিক্রম ছিল না। এক দিন আগে থেকে সুইফটের মার্কেটিং টিম ইনস্টাগ্রামে তাঁর ১২টি ছবি পোস্ট করে নতুন কিছু আসার ইঙ্গিত দেয়। এরপর কাউন্টডাউন শুরু হয় সুইফটের ওয়েবসাইটে। অবশেষে যখন ঘোষণা আসে, বয়ফ্রেন্ড ট্রাভিস কেলসির ‘নিউ হাইট শো’ পডকাস্টে হাজির হবেন টেইলর সুইফট, তখন সবাই নিশ্চিত হয়েছিল যে বড় কিছু আসছে।

১২ আগস্ট প্রচারিত ওই পডকাস্টের একপর্যায়ে একটি ব্রিফকেস বের করেন সুইফট। তার মধ্যে রাখা ছিল নতুন অ্যালবামের ভিনাইল সংস্করণ। তবে অ্যালবামটির কভার ব্লার করে রাখা হয়েছিল। কিছুদিনের মধ্যে কভারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ব্রিফকেস খুলে সুইফট জানিয়ে দেন, ‘এটা আমার নতুন অ্যালবাম, দ্য লাইফ অব আ শোগার্ল’। সঙ্গে সঙ্গে তাঁর ওয়েবসাইটে অ্যালবামের প্রি-অর্ডার শুরু হয়ে যায়। নিউইয়র্ক ও ন্যাশভিল শহরে স্পটিফাইয়ের বিভিন্ন বিলবোর্ডে ভেসে ওঠে সুইফটের নতুন অ্যালবামের ঘোষণা। তবে কবে প্রকাশ পাবে অ্যালবামটি, তা এখনো জানানো হয়নি।

এর আগে ২০২৪ সালে প্রকাশ পেয়েছিল টেইলর সুইফটের ১১তম অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্টস’। গানগুলো এত জনপ্রিয়তা পায় যে স্পটিফাইয়ে এক দিনে শুনেছে ৩০০ মিলিয়ন শ্রোতা, আর পাঁচ দিনে সেই সংখ্যা ১ বিলিয়ন ছাড়িয়ে যায়। স্পটিফাইয়ে এর আগে কোনো অ্যালবাম নিয়ে এত উন্মাদনা দেখা যায়নি। গত বছরের সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়ে দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্টস।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button