শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যার ফুটেজ দেখে চার আসামি গ্রেপ্তারইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানেজাবিতে ছাত্রদলের হল কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলপূর্বশত্রুতার জেরে চালককে কুপিয়ে জখম, ইজিবাইকে আগুনমোহাম্মদপুরে দিনে-দুপুরে চাপাতি ঠেকিয়ে ৪১ হাজার টাকা ছিনতাইযারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদপৃথিবীর প্রতিবেশে দৈত্যকার এক গ্যাস গ্রহ থাকার জোরালো ইঙ্গিতপ্রকাশ্যে সাংবাদিককে খুন, এ পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসানজাবিতে ছাত্রদলের হল কমিটি ঘোষণা, বাগছাসের উদ্বেগ প্রকাশচবি স্টেশনে দোকান নিয়ে দ্বন্দ্বে আহত ৩, প্রধান ফটকে তালা

মোহাম্মদপুরে দিনে-দুপুরে চাপাতি ঠেকিয়ে ৪১ হাজার টাকা ছিনতাই

মোহাম্মদপুরে দিনে-দুপুরে চাপাতি ঠেকিয়ে ৪১ হাজার টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে চাপাতি ঠেকিয়ে ৪১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি ব্লকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ নাজিম উদ্দিন (২৮) পাঠাও কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল মোহাম্মাদপুর থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

পুলিশ ও ভুক্তভোগীর তথ্যমতে, বিকেলে একতা হাউজিংয়ের ৫ নম্বর রোডের একটি মসজিদের সামনে ডেলিভারি দিয়ে নাজিম সাইকেলে করে ঢাকা উদ্যানের ডি ব্লক হয়ে মূল সড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় ১৪ নম্বর বাড়ির সামনে তিন যুবক তার গতিরোধ করে চাপাতি ঠেকিয়ে টাকা দাবি করে। পরে তারা নাজিমের কাছে থাকা ৪১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ফোনটি ফেরত চাইলে দূর থেকে সেটি ফিরিয়ে দেয় তারা। এরপর তিন যুবক চাপাতিসহ একটি রিকশায় করে একতা হাউজিংয়ের দিকে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ১০ মিনিটে সাদা পাঞ্জাবি পরিহিত নাজিম সাইকেল নিয়ে ডি ব্লক দিয়ে আসার সময় তিন যুবক তাকে থামিয়ে চাপাতি ধরে টাকা নেয় এবং রিকশায় চড়ে পালিয়ে যায়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানান, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button