শিরোনাম
‘মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে’ যুবককে গুলি করে হত্যা, ‘মূল হোতা’ গ্রেপ্তারপাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগট্রাম্পের শুল্ক ও কংগ্রেসের ভোট কারচুপির অভিযোগে বিপর্যস্ত মোদিজোর করে শিক্ষকের পদত্যাগ, বছরজুড়ে আছেন খেয়ে না খেয়েকলকাতায় অফিস খুলে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন শেখ হাসিনা: রিজভীধামরাইয়ে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যুহাসপাতালের জানালা ভেঙে অক্সিজেন সিলিন্ডার চুরি, আটক ৩ইউক্রেনের বিপর্যয় কিংবা পুতিনের পরাজয়সহ যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য ৫ উপায়চীনের দেওয়া রোবোটিক হাত-পায়ে স্বাভাবিক জীবনে ফিরছে আহতরা: স্বাস্থ্য উপদেষ্টাকানাডার ভিসা দেওয়ার নামে ৮২ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের ৮ গোলের জয়

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের ৮ গোলের জয়

আগের দিন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেয়েছে বড় সুখবর। ২৪ ধাপ এগিয়ে উঠেছে ১০৪-এ। পূর্ব তিমুরের সঙ্গে ব্যবধানও (৫৩ ধাপ) বেড়েছে। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে শক্ত অবস্থান ধরে রাখতে তাই আজ বড় জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। মেয়েরা সেই প্রত্যাশা মিটিয়ে পূর্ব তিমুরকে হারিয়েছে ৮-০ গোলে। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী।

লাওসের জাতীয় স্টেডিয়ামে ৫ মিনিটে স্বপ্না রানীর দূরপাল্লার শট রুখে দেন পূর্ব তিমুর গোলরক্ষক হালিনা মার্চি। ৮ মিনিটে স্বপ্নার ফ্রিকিক থেকে গোলের সুযোগ ছিল তৃষ্ণা রানী ও নবীরণের সামনে। কিন্তু দুজনের কেউই বল ছুঁতে পারেননি। একই পাল্টা আক্রমণে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করে তিমুর। মাঝমাঠ থেকে বল নিয়ে এগোতে থাকেন এমিলি রুতকোস্কি। সামনে কেউ না থাকায় এগিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের। তাঁর দৃঢ়তায় গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে শট নিলেও স্বর্ণার বাধা পেরোতে পারেননি এমিলি।

অগোছালো ফুটবলে খানিকটা ছন্নছাড়া হয়ে উঠেছিল বাংলাদেশ। এর সুযোগ নেওয়ার চেষ্টা করে তিমুরও। কিন্তু সফল হয়নি। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে শান্তি মার্দির শট ঠেকিয়ে দেন হালিনা। সেই হতাশা কেটে যায় ২০ মিনিটে। স্বপ্নার কর্নার থেকে দারুণ এক হেডে বাংলাদেশকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা।

৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমে হাঁসফাঁস করছিলেন ফুটবলাররা। রেফারিকে তাই এক অর্ধে দুবার দিতে হয় কুলিং ব্রেক। এরপর আরও তেতে ওঠে বাংলাদেশ। ৩২ মিনিটে সরাসরি কর্নার থেকে বাঁকানো শটে ‘অলিম্পিক গোল’ করেন শান্তি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে কর্নার থেকে সরাসরি গোল করা বিরলই বলা যায়।

৩৬ মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ। এবার ব্যবধান ৩-০ করেন নবীরণ খাতুন। শান্তির নেওয়া কর্নারে লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান এই ডিফেন্ডার। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশকে আরেকটি গোল এনে দেন তৃষ্ণা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শিখার কাটব্যাক থেকে সহজেই ফাঁকা জালে বল ফেলেন তিনি।

বিরতির পর দাপট ধরে রাখে বাংলাদেশ। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তৃষ্ণা। জয়নব বিবি রিতার ক্রস থেকে শিখা গোলমুখে শট নিলেও সফল হতে পারেননি। ফিরতি বলে ঠিকই জাল খুঁজে নেন তৃষ্ণা।

৭৩ মিনিটে বক্সে ঢোকার আগে তিমুর গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্টে দলের ষষ্ঠ গোলটি করেন মোসাম্মৎ সাগরিকা। ৮২ মিনিটে একক নৈপুণ্য বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন তিনি। তাঁর পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্বপ্নার ফ্রি কিক ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করার খুব কাছে ছিল। তবে এর আগেই বল লুফে নেন তিমুর গোলরক্ষক। পঞ্চম মিনিটে তিমুরের কফিনে শেষ পেরেকটি মারেন মুনকি আক্তার।

বড় জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে পিটার বাটলারের দল। শেষ ম্যাচে ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button