শিরোনাম
নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দেব, কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টাভারতের ওপর শুল্ক আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্পসড়ক পরিবহন খাত সংস্কার ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়: যাত্রী কল্যাণ সমিতিসাগরিকার জোড়া গোলে জয়ে শুরু বাংলাদেশের‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি’ লিখে পোস্ট দেওয়া ছাত্রদল নেতাকে অব্যাহতিদাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে লরির ধাক্কা, চালকের সহকারী নিহতবালুর গর্তে মিলল নিখোঁজ ২ শিশুর লাশ—গলায় রশি, বুকের হাড় ভাঙাপাঁচ দফা আলোচনার পরও যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনা কেন ব্যর্থ হলোপাথরঘাটায় কলেজশিক্ষকদের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগবিএসবির বাশার আবারও ৩ রিমান্ডে

লেবার পার্টি ভেঙে ইউনাইটেড লিবারেল পার্টির আত্মপ্রকাশ

লেবার পার্টি ভেঙে ইউনাইটেড লিবারেল পার্টির আত্মপ্রকাশ

Ajker Patrika

লেবার পার্টি ভেঙে ইউনাইটেড লিবারেল পার্টির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৮: ০৪

Photo

আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লিবারেল পার্টির (ইউএলপি)। ছবি: সংগৃহীত

ইউনাইটেড লিবারেল পার্টির (ইউএলপি) নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। ১২ দলীয় জোটের সদস্য লেবার পার্টি বাংলাদেশ থেকে বের হয়ে ‘ইউনাইটেড লিবারেল পার্টি (ইউএলপি)’ এই দলটির আত্মপ্রকাশ করে।

আজ বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে। লেবার পার্টি বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা আমিনুল ইসলামের নেতৃত্বে এ দল গঠন হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বাংলাদেশের রাজনীতির বড় দুর্ভাগ্য। রাজনৈতিক সংস্কৃতিতে নানা কারণে তাঁরা একতার বন্ধনে আবদ্ধ থাকতে পারেন না। এ জন্য শুধু এই দল দায়ী নয়। তাঁর নিজের দল জাতীয় পার্টিও বহু ভাগে বিভক্ত। আরও অনেক রাজনৈতিক দল একই নামে ব্র্যাকেটবন্দী হয়ে ভিন্ন পরিচয়ে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করছে। এটা ভালো কথা নয়।

নতুন দলের আত্মপ্রকাশ করায় বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন মোস্তফা জামাল হায়দার । তিনি বলেন, ‘লেবার পার্টি কয়েকবার ভেঙেছে। তবে এবার নতুন নামে আত্মপ্রকাশ করায় বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছি। তাদেরকে শুভেচ্ছা জানাই।’

প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এখনো ষড়যন্ত্র বিদ্যমান। নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আগামী শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১২ দলের এই জোটের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা নতুন দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ৫ আগস্ট না এলে এই দলের মতো অনেক দলেরই আত্মপ্রকাশ হতো না। তিনি আশা করেন, নতুন দল রাজনীতির মাঠে নিজের সঠিক অবস্থান তুলে ধরবে।

জুলাই ঘোষণাপত্রের মঞ্চে মোস্তফা জামাল হায়দারের মতো নেতার জায়গা না হওয়ার সমালোচনা করে এহসানুল হুদা বলেন, ফ্যাসিস্টদের দোসর, শেখ হাসিনার ছায়ায় থাকা মানুষদের ঠাঁই হয়েছে। এখানে বৈষম্য করা হয়েছে।

ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ১২–দলীয় জোটের সঙ্গে আছেন। আগামী দিনে যা–ই হোক, তাঁর দ্বারা অনৈতিক কিছু হবে না। জোটের সিদ্ধান্তের তিনি বাইরে যাবেন না। ১২–দলীয় জোটের মতো তিনিও বিএনপির সঙ্গে থাকবেন।

অনুষ্ঠানে ইউএলপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জ্যেষ্ঠ সহসভাপতি মো. হুমায়ুন কবির; সহসভাপতি শওকত হোসেন চৌধুরী, ফেরদৌস, মুফতি আবদুল্লাহ; ভারপ্রাপ্ত মহাসচিব মো. আশরাফুল আলম সৈকতের নাম ঘোষণা করা হয়েছে। এসময় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১২–দলীয় জোটের অন্য নেতারাও বক্তব্য দেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button