শিরোনাম

মাইলস্টোনে স্বল্প পরিসরে শুরু হয়েছে পাঠদান

মাইলস্টোনে স্বল্প পরিসরে শুরু হয়েছে পাঠদান

উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার ১৫ দিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্বল্প পরিসরে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় পাঠদান কার্যক্রম।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে মাইলস্টোনে পাঠদান শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে মাইলস্টোনে পাঠদান শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল বলেন, ‘রোববার ও সোমবার ক্যাম্পাসে মূলত চলেছে দোয়া মাহফিল, মানসিক ট্রমা প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং। আজ থেকে ধাপে ধাপে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। তবে পরবর্তী তিন মাস কাউন্সেলিং চলবে।’

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এরপর বিমানটিতে আগুন ধরে যায়। এতে বৈমানিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সেদিনই ২২ জন নিহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় অনেকে মারা যান। এই ঘটনায় স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আয়াসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button