শিরোনাম

যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক মওদুদকে বদলি

যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক মওদুদকে বদলি

Ajker Patrika

বরিশাল বিএম কলেজ: যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক মওদুদকে বদলি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০০: ৩৬

Photo

এম মওদুদ আহমেদ। ছবি: সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদকে অবশেষে বদলি করা হয়েছে।

রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কলেজ কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, শিক্ষক মওদুদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, শিক্ষক মওদুদকে ভান্ডারিয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে। তাঁরা রোববার রাতে জেনেছেন। তবে যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রসঙ্গে অধ্যক্ষ ড. তাজুল ইসলাম কোনো মন্তব্য করেননি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button