শিরোনাম
অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেঅবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেইকুয়েডরের প্রাকৃতিক স্বর্গ হঠাৎ অস্তিত্ব সংকটে, নেপথ্যে বিপুল সোনাশাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল বিমানের প্রথম ফ্লাইটপাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টামিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনাযে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের গুলি করে, আমি সেই বাহিনী চাই না: মৎস্য উপদেষ্টাপ্রতিবেদনের একাংশের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্যইন্টারনেট ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বোনকে গুলি করে হত্যা করেন ভাই: পুলিশসার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

অড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্টের নতুন তারিখ ঘোষণা

অড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্টের নতুন তারিখ ঘোষণা

১ আগস্ট কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্ট ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’। কিন্তু ওন্ড ব্যান্ডের ভোকাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলের মৃত্যুতে তা স্থগিত করা হয়। নতুন করে আয়োজনের জন্য ১৪ আগস্ট তারিখ ঠিক করেছে ব্যান্ডটি।

অড সিগনেচারের কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ গণমাধ্যমে বলেন, ‘গত ২৭ জুলাই আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের শোতে সাউন্ডের দায়িত্বে ছিলেন রাতুল ভাই এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, এটা মেনে নেওয়া আমাদের পক্ষে ছিল অসম্ভব। আমরা চাই না ফিরে আসার আনন্দটা মৃত্যুর পাশাপাশি হোক। নিজেদের একটু সময় দিচ্ছি গুছিয়ে নিতে, আর তাই ফিরছি ১৪ আগস্ট।’

অমিতাভ জানান, বর্তমানে ব্যান্ডের লাইনআপে যে পরিবর্তন এসেছে, সেটার ঘোষণা আসবে এ কনসার্টে। পাশাপাশি জানাবেন নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার খবরও।

২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার। এবার কনসার্ট দিয়ে নতুন করে কার্যক্রমে যাচ্ছে দলটি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button