[ad_1]
১ আগস্ট কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্ট ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’। কিন্তু ওন্ড ব্যান্ডের ভোকাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলের মৃত্যুতে তা স্থগিত করা হয়। নতুন করে আয়োজনের জন্য ১৪ আগস্ট তারিখ ঠিক করেছে ব্যান্ডটি।
অড সিগনেচারের কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ গণমাধ্যমে বলেন, ‘গত ২৭ জুলাই আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের শোতে সাউন্ডের দায়িত্বে ছিলেন রাতুল ভাই এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, এটা মেনে নেওয়া আমাদের পক্ষে ছিল অসম্ভব। আমরা চাই না ফিরে আসার আনন্দটা মৃত্যুর পাশাপাশি হোক। নিজেদের একটু সময় দিচ্ছি গুছিয়ে নিতে, আর তাই ফিরছি ১৪ আগস্ট।’
অমিতাভ জানান, বর্তমানে ব্যান্ডের লাইনআপে যে পরিবর্তন এসেছে, সেটার ঘোষণা আসবে এ কনসার্টে। পাশাপাশি জানাবেন নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার খবরও।
২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার। এবার কনসার্ট দিয়ে নতুন করে কার্যক্রমে যাচ্ছে দলটি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]