সেপ্টেম্বরের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে: উপদেষ্টা বিধান


প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেছেন, দুটি প্রকল্পের আওতায় সারা দেশে ১৬৫টি উপজেলা এবং বান্দরবান ও কক্সবাজারের সবগুলো উপজেলায় সেপ্টেম্বরের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে।
আজ সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন ঘরের ছেলেমেয়েরা পড়ছে। তারা অনেক ধরনের সাপোর্ট থেকে বঞ্চিত। তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই প্রাথমিকে শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে।
উপদেষ্টা আরও বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও বিশেষ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন পরিচালক মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা অংশ নেন।