শিরোনাম
সন্ত্রাসবিরোধী মামলায় হেফাজতের সাবেক নেতাসহ ৮ আসামির সবাই খালাসগণ-অভ্যুত্থানে গিয়ে এক বছরেও ফেরেননি সোনারগাঁয়ের মুন্নাচট্টগ্রাম ভেটেরিনারির সহকারী পরিচালককে বহিষ্কারভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে এখনই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টামামলা থাকলে নিষ্পত্তি পর্যন্ত পদোন্নতি স্থগিত, তদবির হবে ‘অসদাচরণ’উত্তর কোরিয়াকে গালি দিতে সীমান্তে স্থাপন করা মাইক সরিয়ে নিচ্ছে দক্ষিণহাতিয়ায় হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তারঅড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্টের নতুন তারিখ ঘোষণাসখীপুরে বিদ্যুতায়িত হয়ে প্রবাসীর মৃত্যু, দেশে ফিরেছিলেন মাত্র ১৫ দিন আগেঢাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলার-নৌকাসহ ১০ জেলে আটক

পূর্ব সুন্দরবনে ট্রলার-নৌকাসহ ১০ জেলে আটক

বাগেরহাটের শরণখোলা পূর্ব সুন্দরবনে পৃথক অভিযানে ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় দুটি ট্রলার, নৌকা, কীটনাশকসহ বিপুল মাছ ধরার জাল জব্দ করা হয়। আজ সোমবার আটক জেলেদের বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার ও আজ সোমবার দুবলার বড় ভ্যাদাখালি ও মেহের আলী খালে এই অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুবলার বড় ভ্যাদাখালি ও মেহের আলী খাল থেকে দুটি ট্রলারসহ আট জেলেকে আটক করে।

আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনের খালে মাছ ধরছিলেন। এ সময় বনরক্ষীরা জেলেদের কাছ থেকে ১১ বোতল কীটনাশক, বিপুল মাছ ধরার জাল, ৬৫০টি বড়শিসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে।

আটক জেলেরা হচ্ছেন সিরাজুল (৩৫), সিকান্দার আলী (৪০), ওবায়দুল শেখ (৩৮), ওহাব (৩৮), শহিদুল (৩৫), মুহিত (৩৯), জাহিদুল (৩৭) ও আলী হাসান (৩৬)। তাঁদের বাড়ি বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ এলাকায়। আটক জেলেরা সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য সুন্দরবনে গিয়েছিলেন।

অপরদিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে গতকাল দিবাগত ভোররাতে শরণখোলা রেঞ্জের ধাবরী খাল এলাকা থেকে একটি ডিঙি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে দুই কেজি চিংড়ি ও একটি বেড়জাল।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনে পৃথক অভিযানে আটক ১০ জেলের বিরুদ্ধে বন মামলা করা হয়েছে। আজ দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button