শিরোনাম
সুবিধাবঞ্চিত জুলাই শহীদের স্ত্রী-সন্তানভারত-ইংল্যান্ড টেস্টে আম্পায়ারদের দিকে অভিযোগের আঙুল ব্রডেরপশ্চিমাদের প্রস্থানে ইরাকের তেল বাণিজ্যে আধিপত্য বাড়ছে চীনা কোম্পানিরসাংস্কৃতিক সংগঠক কামাল পাশাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত: ট্রাম্পের উপদেষ্টা‘সালাহ উদ্দীন, সুজনদের মতো বড় কোচদের না আসাটা ক্ষতি’শ্রীপুরে শহরের সড়কে হাঁটুপানি, বড় বড় গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল৬ হাজার বছর আগের দুই বোনের ‘হাইপাররিয়েলিস্টিক’ মুখাবয়ববাংলাদেশিদের ভিসা বন্ধের এক বছর, কলকাতায় ‘মিনি বাংলাদেশ’-এর ক্ষতি ১০০০ কোটি রুপিখুবি ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে শিক্ষার্থীরা

অসামরিক প্রশিক্ষক পদে নেভাল একাডেমিতে চাকরির সুযোগ

অসামরিক প্রশিক্ষক পদে নেভাল একাডেমিতে চাকরির সুযোগ

বাংলাদেশ নেভাল একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাডেমি ২ ধরনের শূন্য পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩১ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: অসামরিক প্রশিক্ষক (নেটওয়ার্ক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ল্যাব)।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি সিএসই ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক ডিগ্রি।

বেতন: ২৬,০০০ টাকা।

পদের নাম: অসামরিক প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল সার্কিট ও সিমুলেশন ল্যাব)।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি ইইই/ইটিই/ইসিই সহ দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক ডিগ্রি।

বেতন: ২৬,০০০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা ও অভিজ্ঞতার বর্ণনাসহ পূর্ণ জীবনবৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রসহ দরখাস্ত ‘কমান্ড্যান্ট, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম’ বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button