শিরোনাম
সুবিধাবঞ্চিত জুলাই শহীদের স্ত্রী-সন্তানভারত-ইংল্যান্ড টেস্টে আম্পায়ারদের দিকে অভিযোগের আঙুল ব্রডেরপশ্চিমাদের প্রস্থানে ইরাকের তেল বাণিজ্যে আধিপত্য বাড়ছে চীনা কোম্পানিরসাংস্কৃতিক সংগঠক কামাল পাশাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত: ট্রাম্পের উপদেষ্টা‘সালাহ উদ্দীন, সুজনদের মতো বড় কোচদের না আসাটা ক্ষতি’শ্রীপুরে শহরের সড়কে হাঁটুপানি, বড় বড় গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল৬ হাজার বছর আগের দুই বোনের ‘হাইপাররিয়েলিস্টিক’ মুখাবয়ববাংলাদেশিদের ভিসা বন্ধের এক বছর, কলকাতায় ‘মিনি বাংলাদেশ’-এর ক্ষতি ১০০০ কোটি রুপিখুবি ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে শিক্ষার্থীরা

খাদ্যঘাটতি থাকবে না, এমন বাংলাদেশ গড়তে চাই: সুপ্রদীপ চাকমা

খাদ্যঘাটতি থাকবে না, এমন বাংলাদেশ গড়তে চাই: সুপ্রদীপ চাকমা

Ajker Patrika

খাদ্যঘাটতি থাকবে না, এমন বাংলাদেশ গড়তে চাই: সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০: ০৭

Photo

গতকাল বিকেলে খাগড়াছড়ি সদরের যাদুরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’

রোববার (৩ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সদরের যাদুরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পার্বত্য এলাকার কৃষকদের মধ্যে ১৬টি পাওয়ার টিলার, ৭টি ১২ এইচপি ও ৭টি ৪ এইচপি পাওয়ার পাম্প বিতরণ করা হয়।

সুপ্রদীপ চাকমা আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। এই অঞ্চল আমাদের সবার। উন্নয়নের ছোঁয়া প্রতিটি পাহাড়ি জনপদে পৌঁছাতে হবে।’

উল্লেখ্য, যন্ত্রপাতিগুলো জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্পের (CRLIWM) আওতায় বিতরণ করা হয়েছে। প্রকল্পটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলছড়ি ক্লাস্টার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পাক্রই মারমা। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা এবং জেলা পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহফুজ।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button