শিরোনাম
উত্তরা থেকে গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ নেতারাজধানীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৫ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াতরাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তা, তদন্তে আদালত গঠন: আইএসপিআর‘তাকে কয়েক মিনিটের জনপ্রিয়তা উপভোগ করতে দাও’, অভিযোগের জবাবে বললেন বিজয়অনাহারে ৯০ শিশুর মৃত্যুর পর গাজা সফরে যাচ্ছেন মার্কিন দূতপাল্টা শুল্ক প্রতিযোগীদের সমান এটাই স্বস্তির: বিজিএমইএ সভাপতিভারত ম্যাচে পাকিস্তানের জার্সি পরা দর্শক ঢুকতে না দেওয়ায় দুঃখ প্রকাশ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম গ্রেপ্তারএকদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলি

২০২৫ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা ১০৯ কোটি টাকা

২০২৫ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা ১০৯ কোটি টাকা

২০২৫ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির একত্রে (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ ছিল ১০৮.৮ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। ব্যবসায় বহুমুখীকরণ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন করে দেশের এনবিএফআই খাতে নিজেদের শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে আইডিএলসি।

২০২৫ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ আর্থিক সূচক

একত্রে (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা: ১০৮ দশমিক ৮ কোটি টাকা (২০২৪ সালের প্রথমার্ধের তুলনায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি)

গ্রুপের শেয়ারপ্রতি আয় (ইপিএস): ২.৪৯ টাকা (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ১.৭২ টাকা)

গ্রুপের বার্ষিক রিটার্ন অন ইকুইটি (আরওই): ১০ দশমিক ৭২ শতাংশ (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ)

গ্রুপের বার্ষিক রিটার্ন অন অ্যাসেটস (আরওএ): ১ দশমিক ৪০ শতাংশ (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ১ দশমিক ০১ শতাংশ)

গ্রাহকের আমানত: ৯ হাজার ৭৫১ কোটি টাকা (২০২৪ সালের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি)

গ্রুপের লোন পোর্টফোলিও: ১১ হাজার ৯২৬ কোটি টাকা (২০২৪ সালের তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি)

মন্দ ঋণের (এনপিএল) হার: ৪ দশমিক ৫৮ শতাংশ (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ৪ দশমিক ৭১ শতাংশ)

প্রভিশন কাভারেজ অনুপাত: ১০৫ দশমিক ৪০ শতাংশ

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৫৭.৯ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এই ইতিবাচক ধারা অব্যাহত থাকার পেছনে আইডিএলসির কৌশলী পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আমানত সংগ্রহের দক্ষতা এবং সম্পদের মান ধরে রাখার ওপর জোর দেওয়ায় প্রধান ভূমিকা পালন করেছে।

আজ ৩১ জুলাই রাজধানীর গুলশানে আইডিএলসির করপোরেট হেড অফিসে প্রতিষ্ঠানের ৩৫৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ চলতি বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদনটি অনুমোদন করে।

আইডিএলসি ফাইন্যান্সের ধারাবাহিক অগ্রগতি প্রসঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ‘দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ কিছুটা অনিশ্চিত থাকলেও আমরা আমাদের কার্যদক্ষতা বৃদ্ধি ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ধরে রাখতে সফল হয়েছি। ভবিষ্যতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধানের মাধ্যমে দেশের আর্থিক খাতে নিজেদের প্রভাব আরও গভীরতর করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আইডিএলসি।’

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি প্রসঙ্গে

বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টি-প্রোডাক্ট, মাল্টি-সেগমেন্ট নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ১ হাজার ৭০০-এর বেশি কর্মী নিয়ে আইডিএলসি দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), কনজ্যুমার এবং করপোরেট খাতে বিস্তৃত পরিসরে আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি মূলধন বাজার ও সম্পদ ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রে বাজারে নির্ভরযোগ্য ভূমিকা রাখছে।

আইডিএলসি টানা ১৩ বছর ধরে ‘ট্রিপল এ’ (এএএ) ক্রেডিট রেটিং ধরে রেখেছে, যা প্রতিষ্ঠানটির সুদক্ষ আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার পরিচয় দেয়। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী বছরের তুলনায় এককভাবে (স্ট্যান্ড-অ্যালোন) ৫৩ শতাংশ লাভের প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এর কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা ২০০ কোটির অঙ্ক ছাড়িয়েছে। ডিজিটাল উদ্ভাবন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে দায়িত্বশীল চর্চা ও দৃঢ় প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বিগত বছরগুলোয় নানা খ্যাতনামা স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা যেমন ব্লুমবার্গ, এশিয়ামানি, সাফা, আইসিএবি, আইসিএমএবি প্রভৃতির স্বীকৃতি অর্জন করেছে আইডিএলসি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button