শিরোনাম

বড়পুকুরিয়ায় আবার বিদ্যুৎ উৎপাদনে তৃতীয় ইউনিট, ১ নং ইউনিট বন্ধ

বড়পুকুরিয়ায় আবার বিদ্যুৎ উৎপাদনে তৃতীয় ইউনিট, ১ নং ইউনিট বন্ধ

Ajker Patrika

বড়পুকুরিয়ায় আবার বিদ্যুৎ উৎপাদনে তৃতীয় ইউনিট, ১ নং ইউনিট বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২২: ৪৭

Photo

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট আবার চালু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ১০ দিন বন্ধ থাকার পর বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ইউনিটটি উৎপাদনে ফেরে। এতে রাত পৌনে ৮টা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে ১৬০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ।

তবে একই দিনে সকালে বয়লারের পাইপ ফেটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নং ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি সচল হতে ৩-৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

তিনি আরও বলেন, তৃতীয় ইউনিটটি চালু রাখার জন্য প্রতিদিন ১ হাজার ৬০০ টন কয়লা দরকার পড়ে। এটি চালু হওয়ায় উত্তরাঞ্চলে লোডশেডিং অনেকটা কমবে।

২১ জুলাই ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। ওই দিনই দুপুরে ১ নং ইউনিটও বন্ধ হয়। পরে ২২ জুলাই রাত ১২টার দিকে ১ নং ইউনিটটি পুনরায় চালু করে প্রতিদিন ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। এই ইউনিট চালু রাখতে ৭০০-৮০০ টন কয়লা প্রয়োজন হয়।

এদিকে বড়পুকুরিয়ার ১২৫ মেগাওয়াটের ২ নং ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় সাড়ে চার বছর ধরে বন্ধ রয়েছে। এটি সচল থাকলে দৈনিক ৬৫-৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো।

বিদ্যুৎকেন্দ্রটি বড়পুকুরিয়া কয়লাখনির ওপর নির্ভরশীল। খনির কোল ইয়ার্ডে বর্তমানে প্রায় ৩ লাখ ৯০ হাজার টন কয়লা মজুত রয়েছে। পুরো ৫২৫ মেগাওয়াট উৎপাদন সচল রাখতে প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার টন কয়লার প্রয়োজন হয়। তবে কখনো একসঙ্গে তিনটি ইউনিট চালু রাখা সম্ভব হয়নি।

খনি কর্তৃপক্ষ জানিয়েছে, খনির ১৩০৫ নম্বর ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ২৩ জুন থেকে উত্তোলন বন্ধ রয়েছে। নতুন ১৪০৬ নম্বর ফেইজে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। আগস্টের প্রথম সপ্তাহে নতুন করে কয়লা উত্তোলন শুরুর আশা করা হচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button