শিরোনাম

ক্লাসে ফিরেছে মহেশপুরের বাল্যবিয়ে হওয়া সেই ছাত্রী

ক্লাসে ফিরেছে মহেশপুরের বাল্যবিয়ে হওয়া সেই ছাত্রী

ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে হওয়া সেই ছাত্রী অবশেষে স্কুলে ফিরতে পেরেছে। আজ বুধবার সকালে স্বরূপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করে সে। এতে খুশি তার সহপাঠী ও পরিবার।

এর আগে বাল্যবিয়ে হওয়ায় এই ছাত্রীকে স্কুল থেকে বের করে দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

স্কুলে আজ ক্লাস করতে পেরে ওই ছাত্রী বলে, ‘আমার খুব ভালো লাগছে। স্যারেরা আমাকে বলেছেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। যারা আমাকে স্কুলে ফিরিয়ে দিতে চেষ্টা করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তার এক সহপাঠী বলে, ‘খুব ভালো লাগছে আমাদের। বিবাহিত হলেও তো সে আমাদের বান্ধবী। আমরা একসঙ্গে এত দিন পড়ছি।’

ওই ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়েকে স্কুলে যেতে দেখে আমার খুব ভালো লাগছে। সে আজকে ক্লাস করেছে। সবার চেষ্টায় আজকে আমার মেয়ে স্কুলে ক্লাসে ফিরেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক।’

মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল বলেন, ‘আমি প্রধান শিক্ষককে বলে দিয়েছি। ওই ছাত্রী ক্লাস করছে।’

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘ওই ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার বিষয়টি আমার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে আমি শিক্ষা কর্মকর্তাকে বলে দিয়েছি। ওই ছাত্রী ক্লাস করছে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট শিক্ষকসহ সবাইকে সতর্ক করা হয়েছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button