শিরোনাম

হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরও একজন, ভর্তি ৩২

হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরও একজন, ভর্তি ৩২

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে দগ্ধদের মধ্যে আরও একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকেরা। তাঁর নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তিনি। এই ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি দুজন।

আজ বুধবার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

পরিচালক বলেন, গতকাল মঙ্গলবার আইসিইউতে ছিল তিনজন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাঁকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ২৭ জনই শিশু। যাদের মধ্যে তিনজন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর সাতজন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। অন্যরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।

তিনি আরও বলেন, ৩২ জনের মধ্যে ১৪ জনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। অন্যরা স্ট্যাবল রয়েছে। ঘটনার পর থেকে আজ পর্যন্ত এসব রোগীকে একেকজনকে একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।

পরিচালক জানান, আজকের পর থেকে বার্ন ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ব্রিফ আর হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button