শেষ হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ‘টাইগার লাইটনিং’ মহড়া


বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল) সমাপ্ত হয়েছে। আজ মঙ্গলবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার। তাঁর সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন।
মঙ্গলবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ জুলাই শুরু হওয়া এই এক সপ্তাহব্যাপী মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের সদস্যরা। এতে যুক্তরাষ্ট্রের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ জন সেনাসদস্য অংশ নেন।
যৌথ মহড়ায় অংশগ্রহণকারীরা সমন্বিত আভিযানিক সক্ষমতা, প্রতিক্রিয়া, দুর্যোগ মোকাবিলা এবং সন্ত্রাস দমনের মতো বিষয়ে কৌশলগত ও বাস্তবভিত্তিক অনুশীলনে অংশ নেন। প্রশিক্ষণের প্রতিটি ধাপে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুশীলন শেষে অংশগ্রহণকারী প্রত্যেক সেনাসদস্যকে সার্টিফিকেট ও ইনসিগনিয়া প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সিলেট অঞ্চলের সামরিক কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে আয়োজিত এই মহড়া দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।