শিরোনাম

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

Ajker Patrika

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২: ৪৭

Photo

সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে আলাউদ্দিনের শ্বশুরবাড়ি থেকে তাঁকে আটক করে হাতিয়া থানার পুলিশ।

আলাউদ্দিন সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

হাতিয়া থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান, তাঁর সঙ্গে থাকা আরও ১৫-২০ জন। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়িতে পালিয়ে ছিলেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান পরিচালিত হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button