তাড়াশে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


তাড়াশে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৬: ৩৯
দণ্ডপ্রাপ্ত মতিউর রহমানকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভায়াট গ্রামের বাহের আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২ জুন মানিকগঞ্জ জেলার তেরদোনা শোর হেলাচিয়া বাজার এলাকার আব্দুল কাদেরের মেয়ে সাবিনা ইয়াসমিনের বিয়ে হয় মতিনের সঙ্গে। বিয়ের পর থেকে ২ লাখ টাকা যৌতুক দাবি করছিলেন মতিন। দাবি করা টাকা না পাওয়ায় স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তিনি।
২০১১ সালের ২৯ সেপ্টেম্বর সকালে তাড়াশ উপজেলার দক্ষিণ মথুরাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সাবিনা ইয়াসমিনের লাশ উদ্ধার করে পুলিশ। গলায় ওড়না প্যাঁচানো ছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে তাড়াশ থানায় মতিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি দিয়ে মামলা করেন। তদন্ত শেষে শুধু মতিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
দীর্ঘ বিচারিকপ্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন।