রাশিয়ায় ভয়াবহ শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি


রাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। শুরুতে এর মাত্রা ৮.৭ বলা হলেও পরে সংশোধন করে ৮.৮ করা হয়।
জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তাইওয়ানও তাদের উপকূলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের হনলুলুতে জরুরি বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, তাদের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর একটির মাত্রা ছিল ৬.৯ ও অপরটির ৬.৩।
সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলেন, এমন ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক।
জাপানের পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোক্কাইডোর উত্তরে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে পারে। সৈকত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে জনগণকে।