শিরোনাম
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে বৈঠক চলছেকমিটি বিলুপ্তির পর বিএনপি নেতা গিয়াসের পদও স্থগিতচাঁদা নেওয়ার অভিযোগ, বেনাপোল বন্দরের ৪০ আনসারকে বদলিআবারও জলাবদ্ধতার শিকার ভবদহের ৪৫ গ্রাম, চীনের বিশেষজ্ঞ দলের পরিদর্শনবেনাপোল বন্দরে সহযোগিতার কথা বলে ক্যানসারে আক্রান্ত পাসপোর্টধারীর টাকা ছিনতাইরামেক হাসপাতালে ইআরসিপি স্যুট, জটিল চিকিৎসা মিলবে সহজেইঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুকুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যুবাড়ি বাড়ি গিয়ে সাহস জোগাচ্ছেন শিক্ষকেরাডায়ানার বিখ্যাত সেই টায়রা কেন মাথায় দেননি পুত্রবধূরা

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্করকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রামের ফজর আলী লস্করের ছেলে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন, গ্রেপ্তার আব্দুল মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহসভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতি।

চাঁদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে মতলব উত্তর উপজেলার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আব্দুল মান্নানের বিরুদ্ধে সোমবার আহম্মদ উল্লাহ নামের এক ব্যবসায়ী থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button