শিরোনাম

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে বৈঠক চলছে

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে বৈঠক চলছে

Ajker Patrika

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০১: ২০

Photo

মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ২টায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা শুরু হয়। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং, বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ২টায় এই বৈঠক শুরু হয়। এটি চলবে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

তবে অনানুষ্ঠানিকভাবে বেলা ১২টা ৩০ মিনিটেই আলোচনা শুরু হয়।

মঙ্গলবারের বৈঠক শেষে আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় আবার আলোচনা শুরু হবে।

বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ওয়াশিংটনে এসে পৌঁছায়। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেনটেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তাঁর সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button