শিরোনাম
সালাহ উদ্দীনকে সাকিবের প্রশ্ন, স্যার কি টেনশনে পড়ে গেছেনটানা ২৪ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন পাটগ্রাম, জনদুর্ভোগবিয়ে করতে ডেনমার্ক ছুটছেন বিদেশিরা, হলের সিরিয়াল পাচ্ছেন না স্থানীয়রামতবিরোধের কেন্দ্রে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মনোনয়নে ‘র‍্যাঙ্কড চয়েস ভোটিং’রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-গুলি, চেয়ারপারসনের উপদেষ্টাসহ আহত ৩০বিনা অনুমতিতে আমাকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ করছি: নুরুল কবির৭ আগস্ট ‘তাণ্ডব’-এর পাশাপাশি ওটিটিতে আসছে ‘উৎসব’২৫০ পর্বে ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনিবাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণ

জুলাই যোদ্ধার গেজেটে যুক্ত হলো আরও ১৭৫৭ জনের নাম

জুলাই যোদ্ধার গেজেটে যুক্ত হলো আরও ১৭৫৭ জনের নাম

জুলাই গণ-অভ্যুত্থানে তিন শ্রেণির আহত আরও এক হাজার ৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে সরকার। গতকাল সোমবার রাতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ এবং অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করেছে।

ক শ্রেণির অতি গুরুতর আহত ১০৯ জন, খ শ্রেণির গুরুতর আহত ২১০ জন এবং আট বিভাগে গ শ্রেণির আহত এক হাজার ৪৩৮ জন জুলাই যোদ্ধার নাম গেজেটে প্রকাশ করা হয়েছে।

গ শ্রেণির আহতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৬ জন, রংপুর বিভাগে ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, সিলেট বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ১৬৬ জন, রাজশাহী বিভাগে ২৩৬ জন এবং ঢাকা বিভাগের ৪০৬ জন জুলাই যোদ্ধা রয়েছেন।

এখন পর্যন্ত ক শ্রেণির ৬০২ জন, খ শ্রেণির এক হাজার ১১৮ জন ও গ শ্রেণি ১২ হাজার ৩৮ জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করল সরকার।

ক শ্রেণির আহতরা প্রত্যেকে এককালীন ৫ লাখ টাকা পাবেন। ইতিমধ্যে তাঁদের ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বাকি ৩ লাখ টাকা দেওয়া হবে। ক শ্রেণির আহতরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

খ শ্রেণির আহতদের প্রত্যেককে এককালীন ৩ লাখ টাকা করে দেবে সরকার। গত অর্থবছরে তাঁদের এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাকি ২ লাখ টাকা চলতি অর্থবছরে দেওয়া হবে। খ শ্রেণির আহতরা মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন।

এ ছাড়া গ শ্রেণির আহতদের এককালীন এক লাখ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে তাঁদের এই টাকা দেওয়া হয়েছে। গ শ্রেণির আহতরা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button