শিরোনাম

চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন চাঁদপুর শহরের একাংশে গ্যাস লাইনে লিকেজের কারণে সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজি মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে লিকেজ স্থানে সড়ক কেটে মেরামতের জন্য কাজ শুরু হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাজি মহসিন রোড মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজের সামনে গতকাল রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগে। পরে স্থানীয় বাসিন্দারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন এবং চাঁদপুর গ্যাস অফিসে ফোন করে বিষয়টি জানান।

ব্যবসায়ীরা আরও জানান, কয়েক দিন আগেও ওই স্থান থেকে কয়েক গজ দূরে আগুন লাগে। ওই স্থান মেরামত করার পর আবারও একই ঘটনা ঘটে।

শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা ফরহাদ উদ্দিন ও মো. বিল্লাল মিজি বলেন, ‘গ্যাস সরবরাহের ক্ষেত্রে লাইনে ত্রুটি ও যান্ত্রিক সমস্যা হতে পারে। কিন্তু গ্যাস কোম্পানি থেকে কোনো সতর্কবার্তা কিংবা মাইকিং করা হয়নি। যে কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। খাবার হোটেলে লাইন দিয়ে সকালের নাশতা ও দুপুরের খাবার কিনতে হয়েছে।’

চাঁদপুর শহরের একাংশে গ্যাস লাইনে লিকেজের কারণে সরবরাহ বন্ধ, চলছে মেরামত। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুর শহরের একাংশে গ্যাস লাইনে লিকেজের কারণে সরবরাহ বন্ধ, চলছে মেরামত। ছবি: আজকের পত্রিকা

মেরামতের কাজে আসা কোম্পানির সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহের এই লাইন অনেক পুরোনো। লাইন স্থাপনের পর এই সড়ক কয়েকবার উঁচু করা হয়েছে। যে কারণে মেরামত করতে একটু সময় লাগবে। গতকাল আগুনের সংবাদ পেয়ে শহরের দক্ষিণাঞ্চল অর্থাৎ রেললাইনের দক্ষিণ পাশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে এই অংশে থাকা পুরান বাজার অংশের সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে কোম্পানির কুমিল্লা আঞ্চলিক অফিসের প্রকৌশলী মাহমুদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে সংবাদ পেলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে কাজ শুরু করেছে। মেরামতকাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button