রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, যুবকের মৃত্যু


রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, যুবকের মৃত্যু
রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৯: ৪৩
প্রতীকী ছবি
নরসিংদীর রায়পুরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে আহত মোবারক হোসেন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার চর মরজাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক চর মরজাল গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাদক সেবন নিয়ে মোবারক হোসেনের সঙ্গে একই এলাকার কাউসার (২৮) ও মোস্তফার (৩০) কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কাউসার তাঁর কাছে থাকা ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান। রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত কাউসার ও মোস্তফা পলাতক রয়েছেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘ঢাকায় ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।’