শিরোনাম
সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে নিমন্ত্রণ জানালেন যুবরাজ মোহাম্মদচাঁদপুরে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দথাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিতভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার দুইসাশ্রয়ী মূল্যে ওয়ালটনের জনপ্রিয় তিন মনিটরপ্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটেভবিষ্যতে কেউ আমাদের অধিকার চাইলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে: জোনায়েদ সাকিবাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবেবাংলাদেশের ভালোবাসা যুক্তরাজ্যের সঙ্গে তুলনা হয় না, বলছেন হামজালালপুরে পদ্মায় স্পিডবোটে করে এসে গুলি, এলাকায় আতঙ্ক

সিংগাইরে সরকারি খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

সিংগাইরে সরকারি খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খাসজমির একটি খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের বাসিন্দা বছর উদ্দিন খাঁ ওই খালের জায়গা দখল করে ভবনটি নির্মাণ করছেন। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানার পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। খালে ভবন নির্মিত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হবে এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে।

সরেজমিনে দেখা যায়, খালের ওপর ইটের দেয়াল তুলে, বাঁশ ও কাঠের স্লাব বসিয়ে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালের দুপাশের পানি চলাচলের পথ বন্ধ করে দিয়ে ভবনটি নির্মাণের কাজ চলছে। সেখানে ইট, সিমেন্ট, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আফসার মিয়া বলেন, ‘এই খাল দিয়েই আমাদের এলাকার বর্ষার পানি বের হয়। ভবন নির্মাণ হলে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এখানে রাস্তা থেকে প্রায় ৩৫-৪০ ফুট জায়গা খাসজমি। সেই পুরো জায়গাই দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।’

অভিযুক্ত বছর উদ্দিন খাঁ বলেন, ‘জমিটি সরকারি হলেও চলাফেরার অসুবিধা হওয়ায় ভরাট করে রাস্তা তৈরি করছি। সরকার আমাদের নিষেধ করেনি। যদি নিষেধ করে, আমরা কাজ বন্ধ করে দেব।’

এ বিষয়ে জানতে চাইলে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ বলেন, ‘সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। তবে বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button