ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে থানায় বন্ধুর অভিযোগ


বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন সিফাত সৌরভ নামে এক ব্যক্তি। নিজেকে তাসকিনের বাল্যবন্ধু দাবি করে সৌরভ অভিযোগ করেন, কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁকে মারধর করেন তাসকিন।
গতকাল সোমবার মিরপুর মডেল থানায় এই অভিযোগ করেন তিনি। অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোকন।
ওসি সাজ্জাদ বলেন, সিফাত সৌরভ নামের এক ব্যক্তি তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন। তিনি তাসকিন আহমেদের পূর্বপরিচিত। তাঁর বাল্যবন্ধু বলে জানিয়েছেন সৌরভ। কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।