শিরোনাম

চাঁদপুরে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে অভিযান চালায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড।

রাতে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

মির্জা ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। এ সময় বক্সের মধ্যে থাকা ৩৯০ কেজি জেলিপুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়। কেউ চিংড়ির মালিক দাবি না করায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মৎস্য কর্মকর্তা বলেন, বেলা ১টার দিকে জব্দকৃত চিংড়ি কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে আনা হয়। পরে চিংড়িগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button