শিরোনাম

গরু জবাই দিয়ে মাংস নিয়ে গেল চোরেরা

গরু জবাই দিয়ে মাংস নিয়ে গেল চোরেরা

বগুড়ার আদমদীঘিতে একটি গরু চুরি করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম হিন্দুপাড়ায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের নীলকণ্ঠ নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে গরুটি চুরি হয়। চোরেরা গরুটি নির্জন স্থানে নিয়ে জবাই করে মাংস নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে গরুর মালিক দেখেন, বাড়ির বেশ কিছু দূরে একটি নির্জন স্থানে গরুর চামড়া পড়ে রয়েছে।

গরুর মালিক ধারণা করছেন, চোর চক্র চুরি করে গরু ওই নির্জন স্থানে নিয়ে জবাই করে মাংস নিয়ে চামড়া ফেলে রেখে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button