কাজিরহাটে লতা নদীতে ভাসছিল যুবকের লাশ


বরিশালের মেহেন্দীগঞ্জে লতা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হিজলা নৌ পুলিশ ও কাজিরহাট থানার উপপরিদর্শক মো. মাহমুদ জানান, আজ বিকেলে লতা নদীতে ৩৫-৩৬ বছরের এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশ ফাঁড়ি ও থানায় খবর দেয়। পরে নৌ পুলিশ লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল শেষে হাসপাতালের মর্গে পাঠায়।
কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধারের ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।