শিরোনাম
গণমাধ্যমকর্মীদের নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি, সংশোধনের আহ্বানগাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধারইরানি বিক্ষোভকারীর সঙ্গে বন্ধুত্বে বেঁচে ফেরেন মার্কিন, প্রতিদান দেন তিনিওকাবার পাশে ফিলিস্তিনি পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়লন্ডনে ট্রান্স অধিকার কর্মীদের বিক্ষোভে ‘অস্ত্র ধরার’ ডাকপানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধেদুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরের‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগএনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায়পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিকনেতা ফলিক ও রুনু কারাগারে

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিকনেতা ফলিক ও রুনু কারাগারে

Ajker Patrika

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিকনেতা ফলিক ও রুনু কারাগারে

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৭: ২৩

Photo

পরিবহন শ্রমিকনেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়া। ছবি: সংগৃহীত

পতিত আওয়ামী সরকারের আমলে সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্রমিকনেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শরীফুল হক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক। তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নম্বর-বি-১৪১৮) নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সেলিম আহমদ ফলিক ১ নম্বর ও রুনু মিয়া ২ নম্বর আসামি ছিলেন। এতদিন তাঁরা পলাতক ছিলেন। রোববার তাঁরা দুজন জামিন নিতে এলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সেলিম আহমদ ফলিক পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেটের পরিবহনশ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকাকালে তিনি সিলেটের পরিবহন সেক্টরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেন। এ সময় কোনো কিছু হলে পরিবহনশ্রমিকদের রাস্তায় নামিয়ে দিতেন তিনি।

২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। এই মামলায় ফলিক ও রুনু পলাতক ছিলেন। সর্বশেষ রোববার জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান আদালত।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button