[ad_1]
সিলেটের আলোচিত পরিবহন শ্রমিকনেতা ফলিক ও রুনু কারাগারে
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৭: ২৩
পরিবহন শ্রমিকনেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়া। ছবি: সংগৃহীত
পতিত আওয়ামী সরকারের আমলে সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্রমিকনেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শরীফুল হক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক। তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নম্বর-বি-১৪১৮) নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সেলিম আহমদ ফলিক ১ নম্বর ও রুনু মিয়া ২ নম্বর আসামি ছিলেন। এতদিন তাঁরা পলাতক ছিলেন। রোববার তাঁরা দুজন জামিন নিতে এলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, সেলিম আহমদ ফলিক পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেটের পরিবহনশ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকাকালে তিনি সিলেটের পরিবহন সেক্টরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেন। এ সময় কোনো কিছু হলে পরিবহনশ্রমিকদের রাস্তায় নামিয়ে দিতেন তিনি।
২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। এই মামলায় ফলিক ও রুনু পলাতক ছিলেন। সর্বশেষ রোববার জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান আদালত।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]