শিরোনাম
গাজায় গণহত্যা চলছে: দুই ইসরায়েলি মানবাধিকার সংস্থাঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ৮০০ টাকামৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নারীরআর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টাজেলার খবর /বিকেলে নিখোঁজ, পরদিন সকালে মাঠে মিলল স্কুলছাত্রের গলাকাটা লাশমডেল মেঘনা আলমের ল্যাপটপ-মোবাইলে রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না তদন্তের নির্দেশব্যাটারির আয়ু ১০ গুণ বাড়াতে পারে সাধারণ লবণ: গবেষণাব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, ধরে পিটুনির পর দেখা গেল সেটি খেলনামানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুলবাংলাদেশের কাছে পাকিস্তানের সিরিজ হার ভুলতেই পারছেন না রমিজ

খাল দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর

খাল দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর

নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকার কৃষি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার গুরুত্বপূর্ণ মারদোনা খালটি দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে সম্প্রতি দেখা দেওয়া বন্যার চিত্র তুলে ধরে তাঁরা অভিযোগ করেন, খাল দখলমুক্ত না হওয়ায় বন্যার পানি সহজে সরতে পারছে না। যার ফলে এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বক্তারা অবিলম্বে চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন খালসহ মারদোনা খাল দখলমুক্ত করে এর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button