মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর


কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই ট্রাকের ধাক্কায় রোশনা বেগম (৪৮) নামের এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের মিরশান্নী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাব উদ্দিন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি জানান, এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে আজ সকালে একটি অটোরিকশায় সেই বাড়িতে যাচ্ছিলেন রোশনা, লায়লী বেগম (৪৫), স্মৃতি বেগম (৩৫) ও আবদুল জলিল (৫৫) নামের চারজন। পথে দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোশনা বেগম নামের ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নিহত রোকসানার নিকটাত্মীয় আবু মুছা জানান, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রাম থেকে কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি গ্রামে একটি অটোরিকশায় যাচ্ছিলেন ওই চারজন। অটোরিকশাটি ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে উঠলে মহাসড়কের মিরশান্নী এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রাকের ধাক্কায় চারজন আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোশনা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সাহাব উদ্দিন জানান, দুর্ঘটনার পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। চালক পালিয়ে যান। এ বিষয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।