[ad_1]
নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকার কৃষি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার গুরুত্বপূর্ণ মারদোনা খালটি দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে সম্প্রতি দেখা দেওয়া বন্যার চিত্র তুলে ধরে তাঁরা অভিযোগ করেন, খাল দখলমুক্ত না হওয়ায় বন্যার পানি সহজে সরতে পারছে না। যার ফলে এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বক্তারা অবিলম্বে চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন খালসহ মারদোনা খাল দখলমুক্ত করে এর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]