শিরোনাম
‘চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই’নির্বাচিত প্রতিনিধি না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে না: আমীর খসরুডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯স্কুলছাত্রীর আত্মহত্যা, বাবা-মায়ের বিরুদ্ধে মামলাগ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, এলাকাবাসীর বিক্ষোভশিশুকে কুপ্রস্তাব দেওয়ায় ভ্যানচালককে পুলিশে দিল জনতাজলবায়ু সংকটে মধ্যপ্রাচ্যে যেভাবে উদ্বাস্তু হচ্ছে লাখ লাখ মানুষ১০ ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীগুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ: পুলিশ প্রতিবেদনসঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে নতুন বিরোধ, ভাগ চান কারিশমা কাপুরও

যুক্তরাষ্ট্রে বৃত্তি পেতে যেসব বিষয়ে জোর দিতে হবে

যুক্তরাষ্ট্রে বৃত্তি পেতে যেসব বিষয়ে জোর দিতে হবে

বুটেক্সে পড়ার সময়টা আপনি কীভাবে কাজে লাগিয়েছিলেন?

বুটেক্সে আমাদের ব্যাচের ক্লাস শুরু হয় ২০০৭ সালের এপ্রিলে। এরপর থেকেই নিয়মিত ক্লাস-ল্যাব করা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া ইত্যাদি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছি। বুটেক্সে পড়াকালে আমার বিদেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এ জন্য যখনই সময় পেতাম, তখনই ইংরেজি ভোকাবুলারি মুখস্থ করতাম এবং মাঝেমধ্যে ইংরেজি আর্টিকেল পড়তাম।

আপনার জিআরই এবং আইইএলটিএস পরীক্ষার স্কোর কেমন ছিল?

আমি যখন আবেদন করি, তখন আমার জিআরই স্কোর ছিল ৩২৪ (কোয়ান্টিটেটিভ ১৭০/১৭০ ও ভারবাল ১৫৪/১৭০)। আইইএলটিএস স্কোর ছিল ৭। বুটেক্স থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ প্রোগ্রামে ভর্তি হই। তখনই এমবিএর পাশাপাশি জিআরই ও আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিই।

জিআরই এবং আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতির আদর্শ সময় কখন?

যাঁদের বিদেশে উচ্চশিক্ষার আগ্রহ, আমার মতে তাঁদের জিআরইর প্রস্তুতি স্নাতক প্রথম বা দ্বিতীয় বর্ষ থেকে শুরু করা উচিত। কারণ এটি একটি কঠিন পরীক্ষা এবং ভালো স্কোর করতে অনেক অনুশীলন ও অধ্যবসায় দরকার। যেহেতু জিআরই পরীক্ষার মেয়াদ পাঁচ বছর, তাই স্নাতক শেষের দিকে পরীক্ষা দেওয়াই উত্তম। এরপর আইইএলটিএসের প্রস্তুতি শুরু করে স্নাতক চতুর্থ বর্ষের মাঝামাঝি বা শেষের দিকে পরীক্ষা দেওয়া যেতে পারে।

স্কলারশিপ পেতে কোন কোন বিষয়ে জোর দিতে হবে?

যুক্তরাষ্ট্রে ফুল স্কলারশিপ বা অ্যাসিস্ট্যান্টশিপ পেতে হলে ভালো জিআরই ও আইইএলটিএস স্কোর দরকার। পাশাপাশি রিসার্চ আর্টিকেল ও ভালো সিজিপিএ থাকলে সুবিধা হয়। আবেদন করতে হয় সিভি, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) এবং রিকমেন্ডেশন লেটারসহ।

অ্যাসিস্ট্যান্টশিপ বলতে কী বোঝায়?

অ্যাসিস্ট্যান্টশিপ সাধারণত দুই রকম। একটি হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (আরএ) ও টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (টিএ)। আরএ মানে অধ্যাপকের গবেষণায় সহায়তা করা, আর টিএ মানে তাঁর ক্লাস পরিচালনায় সহায়তা করা। এই অ্যাসিস্ট্যান্টশিপ পেলে টিউশন ফি পুরো মওকুফ হয় এবং মাসে প্রায় ২০০০ ডলার বেতনও পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের কোন কোন বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল বিষয়ে পড়ার সুযোগ আছে?

টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব জর্জিয়া, ইউনিভার্সিটি অব মিসৌরি, কর্নেল ইউনিভার্সিটি, অবার্ন ইউনিভার্সিটিসহ ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইলসম্পর্কিত বিষয়ে মাস্টার্স বা পিএইচডি করার সুযোগ রয়েছে।

কোচিং ছাড়াও জিআরই ও আইইএলটিএস পরীক্ষায় ভালো করা সম্ভব?

কোচিং ছাড়া অবশ্যই ভালো স্কোর সম্ভব। যদি কেউ জানে কোন বই পড়তে হবে, কীভাবে পড়তে হবে এবং নিয়মিত অনুশীলন করে। এখন এসব জানা খুব সহজ। ইন্টারনেট বা চ্যাটজিপিটি ঘাঁটলেই পাওয়া যায়। তবে যাঁদের গাইডলাইন দরকার, আত্মনিয়ন্ত্রণ কম বা বেসিক দুর্বল—তাঁদের জন্য কোচিং সহায়ক।

আমেরিকায় সাইড আর্নিংয়ের ব্যবস্থা কেমন?

পড়াশোনার পাশাপাশি কাজ করা যায়। ভালো কাজ পেতে ইংরেজিতে দক্ষতা এবং কর্মঠ হওয়া জরুরি।

টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে আমেরিকায় কোন কোন বিষয়ে পড়া যায়?

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং, মার্চেন্ডাইজিং, পলিমার সায়েন্স, কনজ্যুমার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ অনেক বিষয়ে মাস্টার্স বা পিএইচডি করা যায়।

কম সিজিপিএ থাকলে কি স্কলারশিপ পাওয়া সম্ভব?

ইউরোপ বা অস্ট্রেলিয়ায় কম সিজিপিএ থাকলে স্কলারশিপ পাওয়া কঠিন। তবে যুক্তরাষ্ট্রে ভালো জিআরই ও আইইএলটিএস স্কোর এবং রিসার্চ থাকলে কম সিজিপিএ হলেও অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া সম্ভব।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button