শিরোনাম
দ্য গার্ডিয়ানের নিবন্ধ /দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে‘এদের শেকড় অনেক গভীরে’, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি প্রসঙ্গে উমামাশ্যাম্পু করার সঠিক নিয়ম মানলে চুলে দুর্গন্ধ হবে নাগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সাংবাদিকসহ আহত ১০জনবল নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড লিমিটেডভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ গেল বিষধর গোখরোরযুব উন্নয়ন ইনস্টিটিউটে ১১ পদে চাকরির সুযোগএনভিডিয়াকে টেক্কা দিতে এআইভিত্তিক কম্পিউটিং সিস্টেম আনল চীনের হুয়াওয়েভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী: গ্রেপ্তার ৩ আসামির স্বীকারোক্তিকৃষি গবেষণা ইনস্টিটিউটে ৯৭ জনের চাকরি

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

Ajker Patrika

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৭: ২৮

Photo

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন -২) থেকে এক পত্রে সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পত্রে বলা হয় নিয়োগপ্রাপ্ত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, যেহেতু সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী সচিবকে শোকজ করার পর তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এতে প্রতীয়মান হয় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক, ডিলাররা এ কারণে আতঙ্কের মধ্য আছেন। ফলে সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। যার কারণে সংগঠনের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করে ১২০ দিনের মধ্য নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব প্রদান করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়।

সংগঠনের পরিচালক মো. রেজাউল আলম বলেন, ‘গত কয়েকমাস যাবৎ অ্যাসোসিয়েশনের কার্যক্রম ভালভাবে চলছিল না। ফলে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করেছেন।’

এর আগে চলতি মাসের ১০ তারিখে আরও দুই বাণিজ্যিক সংগঠনে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠন দুটি হলো— বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button