শিরোনাম
এনভিডিয়াকে টেক্কা দিতে এআইভিত্তিক কম্পিউটিং সিস্টেম আনল চীনের হুয়াওয়েভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী: গ্রেপ্তার ৩ আসামির স্বীকারোক্তিকৃষি গবেষণা ইনস্টিটিউটে ৯৭ জনের চাকরিঅস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ করেও লাভ হচ্ছে না উইন্ডিজেরপ্রথম টিকিটেই বাজিমাত বাংলাদেশি খোরশেদের, আরব আমিরাতে জিতলেন ১৬ লাখ টাকামহাকাশে বিরল ব্ল্যাকহোলের সন্ধান, গ্রাস করছে নক্ষত্রমেসির অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামিমিশিগানে ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত, সন্দেহভাজন ১ আটকনান্দাইলে লাথি মেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, যুবক আটকযাঁরা মামলা বাণিজ্য করছেন, চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত

বগুড়ায় হত্যাচেষ্টা মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে জখম

বগুড়ায় হত্যাচেষ্টা মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে জখম

বগুড়ায় একটি হত্যাচেষ্টা মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়ক এলাকায় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত যুবকের নাম এ কে এম ওসামা বিন কাদের (২০)। তিনি শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার আব্দুল কাদেরের ছেলে। হামলার পর স্থানীয়রা ওসামাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

আহত ব্যক্তি ও তাঁর পরিবার সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামের এক ব্যক্তি এই হামলা চালিয়েছেন। ওসামা একটি হত্যাচেষ্টা মামলায় প্রধান সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। ওই মামলায় আসামি ছিলেন জুয়েল, যে তাঁর স্ত্রীকে বিষপানে হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আহত ব্যক্তির বাবা আব্দুল কাদের বলেন, ‘বগুড়ার এক নারীকে তাঁর স্বামী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন। পরে সেই নারী আদালতে মামলা করেন। মামলার প্রধান সাক্ষী হয় আমার ছেলে ওসামা। সেই ক্ষোভেই জুয়েল শরীয়তপুর থেকে এসে ওসামার ওপর হামলা চালান।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, ‘আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আমরা হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছি। তাঁকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button